DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা

News Editor
অক্টোবর ২৯, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বার জাতীয় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। শুক্রবার থেকে শুরু হওয়া নতুন পদক্ষেপ সম্পর্কে তিনি বলেছেন, কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে পারবে সবাই। নভেম্বর মাস জুড়ে এই লকডাউন কার্যকর থাকবে।  

 ম্যাখোঁ জানিয়েছেন,রেস্তোঁরা ও বারের মতো অপ্রয়োজনীয় সকল ধরণের ব্যবসায় বন্ধ থাকবে। তবে স্কুল ও কারখানা খোলা থাকবে। এছাড়া মার্চ মাসের মত একটি ফর্ম পূরণ করে প্রয়োজনে সবাই বাড়ির বাইরে যেতে পারবে।

করোনা সংক্রমণ থামাতে কড়াকড়ি, ইতালিতে বিক্ষোভ

এপ্রিল থেকে করোনায় মৃত্যু সর্বোচ্চ স্তরে রয়েছে ফ্রান্স। মঙ্গলবার ৩৩ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ আসার যে ঝুঁকি রয়েছে, তা প্রথমবারের তুলনায় অনেক বেশি বিপদজ্জনক বা কঠিন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। সরকারের দেয়া সব ধরনের বিধি নিষেধ মেনে চলতে ফরাসিদের অনুরোধ জানান ম্যাক্রোঁ।

ফ্রান্সে এ পর্যন্ত ১২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার আটশোর কাছাকাছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮