বউয়ের সঙ্গে প’রকী’য়া, প্রেমিককে কুপিয়ে খু’ন
জেলা প্রতিনিধিঃপটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে মুদি ব্যবসায়ী মনিরকে পরিকল্পিতভাবে কুপিয়ে খুন করেছে প্রতিবেশী ব্যবসায়ী জাকির আকন।
সোমবার (১৭ মে) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন সকালে ঘাতক জাকিরকে গ্রেপ্তার দেখিয়ে দুপুর ২ টায় গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। দণ্ডবিধি ১৬৪ ধারায় তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শান্তনু কুমার মণ্ডল আবেদন মঞ্জুর করলেও জাকির স্বীকারোক্তি দেয়নি বলে জানা গেছে। তাই মঙ্গলবার (১৮ মে) জাকিরের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার জাকিরের স্বীকারোক্তিতে বেরিয়ে এসেছে খুনের কারণ। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাকিরের স্ত্রী নাছিমা বেগমের সঙ্গে মনিরের পরকীয়া সম্পর্ক ছিল। এর জেরে পূর্ব পরিকল্পিতভাবে মনিরকে খুন করে জাকির ও অন্যান্য আসামিরা।
মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) আবুল খায়ের বলেন, সন্দেহমূলক আটকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে সোমবার (১৭ মে) সকালে জিজ্ঞাসাবাদের পর থানা হেফাজতে জাকির ঘটনার বর্ণনা এবং কারণ স্বীকার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (১৮ মে) আদালতে আবেদন করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার ঈদের দিন রাত সাড়ে ১১টায় খাওয়া-দাওয়া করে দোকানে যাওয়ার পথে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী এ হাকিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় মুদি ব্যবসায়ী মনির শিকদারকে কুপিয়ে খুন করা হয়েছে।
এ ঘটনায় শনিবার রাতে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের করে নিহতের বাবা মোসলেম শিকদার। ওইদিন সকালে সন্দেহমূলকভাবে ব্যবসায়ী জাকিরকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়। পরদিন সকালে জিজ্ঞাসাবাদে জাকির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।