শিরোনাম:
বকশীগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০৩:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১০৩৪ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে আদর আলী (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ফাঁসি দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। আজ সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আদর আলী সাজিমারা গ্রামের অহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আদর আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের মত সোমবার সকালে ঘুম থেকে না উঠলে তার পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরে ঢুকে দেখেন ধর্নার সাথে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ।
বকশীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।