শিরোনাম:
বগুড়ার আদমদীঘিতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি
News Editor
- আপডেট সময় : ০৩:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১০৬৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় মুদি দোকানি সোহেল রানাকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টাসংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ছাতনী বাজারে শনিবার সন্ধ্যায় সোহেল রানার মুদি দোকানে খাবার কিনতে আসে ওই এলাকার বাদল প্রামানিকের আট বছরের কন্যা। দোকানের আশপাশে কেউ না-থাকার ওই শিশুকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে ওই দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই সোহেল রানাকে আহত অবস্থায় আটক করে থানায় নেয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল রানা এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
















