DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর আদর্শে দুর্নীতিমুক্ত বিচারিক দায়ত্ব পালনের আহবান

Ellias Hossain
মার্চ ১৮, ২০২৩ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর আদর্শে দুর্নীতিমুক্ত বিচারিক দায়িত্ব পালনের আহবান

 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৭মার্চ সকাল ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে, জেলা জজশীপ ও জুডিসিয়াল মেজিস্ট্রেসি’র উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন।

 

এতে জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজীব দে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাফরিমা তাবাসুম এর সঞ্চালনায়, জজকোর্টের কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, মোঃ আকতার উদ্দিন মামুন, পাবলিক প্রসিকিউটর (পি.পি) বিধান কানুনগো, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহ্মুদুল ইসলাম, এডিশনাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, সিজেএম সৈয়দ ওমর ফারুখ সুজন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুহাং আবু তাহের বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিচারকদের যোগ্যতার বিষয় এবং বিচার বিভাগ পৃথক করণ নিয়ে চিন্ত করতেন বলেই ১৯৭২ সালে গৃহীত নতুন সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের উদ্বোধনীতে বলেছিলেন, ‘আদালতের অধিকারে হস্তক্ষেপ করা হবে না’। বাঙালির অধিকার নিশ্চিত করণসহ সামাজিক বৈসম্য নিরশন করাই ছিলো বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা। ব্যক্তি ও কর্ম জীবনে শোষণ নিপীড়ন হীন ও দুর্নীতিমুক্ত থেকে যে যার যার অবস্থান থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সকল প্রকার বিচারিক দায়ত্ব পালন করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিন উদ্দিন

 

পরে, জজকোর্ট মসজিদের ইমাম, হাফেজ মোঃ হাবিবুর রহমান মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময়, জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬