DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

DoinikAstha
মার্চ ২৭, ২০২১ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এ সময় তার সঙ্গে ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন।

তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে যোগ দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]