বঙ্গমাতার জন্মদিনে ধামইরহাটে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ৩ জনকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করেন।
ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ব্যবস্থাপনায় সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল গনি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ণ কর্মকর্তা কামরুজ্জামান সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মখর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।