DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫
ঢাকাসোমবার ১৪ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির ‘মনিটরিং সেল’

Doinik Astha
জুলাই ১৪, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতিবৃষ্টিসহ সারা দেশে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে ‘মনিটরিং সেল’ গঠন করেছে বিএনপি।

রবিবার এই পর্যবেক্ষণ ও তদারকি সেল গঠন করা হয় বলে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, রবিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে কুমিল্লা, ফেনী ও নোয়াখালী অঞ্চলে অতি বৃষ্টি ও দেশব্যাপী বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং সেল গঠন করা হয়।

সেলের সদস্যরা হলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]