DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বহিরাগত কর্তৃক ইবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

Astha Desk
মার্চ ১৩, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বহিরাগত কর্তৃক ইবি শিক্ষার্থীকে মারধর, সড়ক অবরোধ

 

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয় ছেলের বিরুদ্ধে। আজ সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে গেলে তারা মারধরের শিকার হন বলে জানা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা অভিযুক্তদের গ্রেফতার ও তাদের বিচার ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানায়। মারধরের শিকার দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুপ্ত ও ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের জিসাদ।

 

 

এ দিকে আহতাবস্থায় ভুক্তভোগীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

 

ইবি চিকিৎসা কেন্দ্রের অফিস সহায়ক খন্দকার নাইমুল রেজা ও জেবুন নাহার জানান, একজনের হাতের কবজি ছুলে গেছে। আরেকজনের মাথায় দুই স্থানে ফুলে গেছে। তারা বলছিলো মাথা ঘুরছে বা অস্বস্তি লাগছে, এজন্য তাদের দুজনকে কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে।

 

চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ড. জাকিয়া আক্তার বলেন, আমার কাছে এমন কেউ আসেনি। আমি কিছু জানিনা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮