বহ্মপুত্র চরাঞ্চলে জলবায়ু বিষয়ক গণশুনানী
- আপডেট সময় : ০৭:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
বহ্মপুত্র চরাঞ্চলে জলবায়ু বিষয়ক গণশুনানী
ওমর ফারুক রনি/গাইবন্ধা প্রতিনিধিঃ
জলবায়ুর প্রভাবে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকায় ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে আজ গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর চরে জলবায়ু গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর কুন্দেরপাড়া চরে সে”ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র এই শুনানীর আয়োজন করেন।
গণশুনানীতে প্রধান অতিথি হিসাবে ছিলেন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি।
জিইউকের প্রতিষ্ঠাতা এম আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন।
বিচারক প্যানেলে ছিলেন, পানি ও জলবায়ু বিঞ্জানী ড. আইনুন নিশাত, সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশীষ গুপ্ত, লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম।
জলবায়ুর প্রভাবে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষের বন্যা, খড়া, নদীভাংগনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি তুলেন চরাঞ্চলের নারী সফুরা বেগম, লাইলী বেগম, সাবানা বেগম ও লালমিয়াসহ চরাঞ্চলের বাসিন্দারা।
গণ শুনানীতে সবদিক বিবেচনা করে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত চরবাসীর ক্ষতি পুরনের প্রস্তাব দেয়া হয়।

















