পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈধ ভিসা রয়েছে এমন বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইতালি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বিবৃতিতে বলেন, ইতালির দিক থেকে আরো একটি ভাল সুখবর এসেছে। আমাদের অনুরোধে ইতালিতে থাকার বৈধ ভিসা যাদের রয়েছে সেসব বাংলাদেশিদের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। যাদের পারমিট মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে। তাদের ভিসার মেয়াদ সম্পর্কিত বিষয় ইতালীয় পুলিশ চেক করবে এবং তারপরে তাদের ভিসাও দেয়া হবে।
বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত বলেছেন যে তারা পুলিশি চেকিংকে দ্রুততার সাথে সম্পন্ন করার চেষ্টা করবে। ইতালি এখনো নিয়মিত ভিসা দেবে না। এই ফ্লাইট নিষেধাজ্ঞার প্রত্যাহার কেবল বৈধ স্থায়ী পারমিটসহ যাদের মেয়াদ শেষ হয়েছে বা স্থগিত রয়েছে। তবে ইতালিয়ান কর্তৃপক্ষের অনুমোদনের সাপেক্ষে তারা যেতে পারবেন।
এর আগে ১২ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছিলেন, ইতালি সরকার তার দেশে বাংলাদেশি কৃষি শ্রমিকদের নেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।