DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি’র ইফতার ও দোয়া

Astha Desk
এপ্রিল ১৪, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি’র ইফতার ও দোয়া

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

 

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি শাখার উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) খাগড়াছড়ি সদরস্থ ফোর পয়েন্ট রেস্টুরেন্টে এই আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়ি শাখার সভাপতি মোঃ সেলিম সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির হাইকোর্টের রিট করার কারণে আমরা নিরাপদভাবে প্র্যাকটিস করতেছি। এটা অ-স্বীকার করার সুযোগ নেই। সংগঠন আমাকে যেখানে ডাকবে সেখানে আমি যাব। এবং বিটিইবি ও আইএইচটি সদস্যদেরকে নিয়ে এক সঙ্গে কাজ করতে চাই। কারণ ঐক্য শক্তি, একতাই বল। আমরা এক হবো না কেন আপনারা চিন্তা করে দেখেন একই সিলেবাসে লেখাপড়া হচ্ছে আপনারাও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমরাও মেডিকেল এসিস্ট্যান্ট। আসুন একে অপরের প্রতি রাগ হিংসা ও ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে কাজ করি।

 

আলোচনা ও দোয়া মাহফিলে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ডেন্টিস্ট মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ডেন্টিস মোঃ সাদ্দাম হোসেন, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি যুগ্ম সাধারণ সম্পাদক ডেন্টিস্ট শহিদুল ইসলাম সোহাগ, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি ডেন্টিস মোঃ কালাম, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার সংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মোঃ ইউনুস মিয়া, বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার সংগঠনিক সম্পাদক ডেন্টিস্ট মোঃ জাহাঙ্গীর আলম, ডেন্টিস মোঃ ওমর ফারুক এবং খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]