শিরোনাম:
বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার
Doinik Astha
- আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১০০৪ বার পড়া হয়েছে
আগামীকাল ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঢাকায় মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা করবেন। প্রদত্ত রায় ঘোষণাটি বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, এফএম ১০৬.০ মেগাহার্জ, এফ এম ৯০ মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করা হবে।
আজ বাংলাদেশ বেতারের উপপরিচালক রোকসানা রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



















