সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা হাড়ে ছড়িয়েছে।
রবিবার তার দপ্তর জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর গত সপ্তাহে মূত্র-সংক্রান্ত উপসর্গ নিয়ে বাইডেন ডাক্তার দেখান। এরপর শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়।
বিবিসি লিখেছে, এই ক্যান্সার খুব গুরুতর ধরনের, যার গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যান্সার রিসার্চ ইউক বলছে, এটি ‘হাই-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ; যার অর্থ ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
বাইডেন ও তার পরিবার একাধিক চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। তার দপ্তর জানিয়েছে, এই ক্যান্সার ‘হরমোন-সেনসিটিভ’ অর্থাৎ এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
গতকালের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে প্রস্রাবের বিভিন্ন উপসর্গ বাড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট পিণ্ড শনাক্ত হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং হাড়ে ক্যান্সার কোষ ছড়িয়েছে। যদিও ক্যান্সারটি গুরুতর ধরনের, তবে তা হরমোন-সেনসিটিভ হওয়ায় চিকিৎসা কাজে দিতে পারে।
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সব পক্ষ তার পাশে দাঁড়িয়েছে।