DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে করোনাকালে চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনকে জরিমানা

News Editor
এপ্রিল ১৯, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

(শেখ সাগর আহমেদ /স্টাফ রিপোর্টার) : কচুয়ায় করোনাকালে চাপদিয়ে ঋণ আদায়ের অপরাধে জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখা থেকে একহাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে এই মহামারী করোনাকালে কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

সোমবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, সরকারী নির্দেশ বাস্তবায়নে প্রতিদিন উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরো পড়ুন :  খুলনায় সাবেক যুবদল নেতাকে গুলি ও রগ কেটে হত্যা

সেই সাথে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করছে। উল্লেখ্য, জাগরণী চক্র ফাউন্ডেশন সরকারী নির্দেশনার তোয়াক্কা না করে সদস্যদের কাছ থেকে সঞ্চয় ও ঋণ আদায় করে চলেছে। এছাড়া অধিকহারে ঋণের সুদ আদায় ও ঋণ গ্রহিতার চেক আটকিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে ওই এনজিওর বিরুদ্ধে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।