শেখ সাগর আহমেদ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয়ডিহি এলাকা থেকে চালককে চেতনানাশক ঔষধ স্প্রে অথবা খাবারের সাথে মিশিয়ে সুকৌশলে আ: মান্নান নামের এক চালককে অচেতন করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুষ্কৃতচক্র।
অচেতন অবস্থায় রাস্তার পাশে একটি বাগানের ভেতর স্থানীয়রা দেখতে পেয়ে মোল্লাহাট থানা পুলিশ অবহিত করেন। পরে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। ঘটনাটি শনিবার দুপুরের দিকে ঘটেছে। ইজিবাইক চালক আ: মান্নান ফকিরহাট উপজেলার ছোট-বাহিরদিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইজিবাইকের সন্ধান মেলেনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।