বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত
ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়েছে ।নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান এই প্রতিপাদ্য বিষয়টি নিয়ে এবছর দিবসটি পালিত হয়। এ দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় সকল আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে বাগেরহাট জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ,আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মো.রিয়াজুল করিম।বিশেষ অতিথি ছিলেন,সদর উজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পাভীন,বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন ।আরো অন্যান্য ব্যক্তিরা আলোচনায় অংশ নেন।আলোচনা সভায় বক্তারা নিজ নিজ আলোচনায় পরিসংখ্যান দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দেন।