বাগেরহাট জেলা প্রতিনিধি: দেশের নদ-নদী ও জলাশয় রক্ষা করে উন্নয়ন কর্মকান্ড চলমান রাখতে হবে। সরকার যাতে আন্তর্জাতিক ভাবে প্রতিশ্রুত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে সে ব্যাপারে পরিবেশ সুরক্ষায় সবাইকে নজর দিতে হবে। বদ্বীপ পরিকল্পনার অংশ হিসেবে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনায় সুন্দরবনসহ নদ-নদী-জলাশয় ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সরকারকে উদ্যোগী হতে হবে। ৯ ও ১০ শে নবেম্বর সকালে মোংলায় ইপিজেড ক্যাপে-তে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ), পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত দুইদিন ব্যাপী উপকূল এলাকায় স্থায়ীত্বশীল উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা )-র সাধারণ সম্পাদক ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল।
শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনের আগেই প্লাস্টার খসে পড়ছে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ হাফিজ-আল-আসাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশী, মোংলায় সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, গণতান্ত্রিক বাজেট আন্দোলন’র সাধারণ সম্পাদক গবেষক মনোয়ার মোস্তফা ও বেসরকারি উন্নয়ন সংস্থা ”ক্লিন” এর নির্বাহি পরিচালক হাসান মেহেদী। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই উন্নয়নের জন্য কমিউনিটির ভূমিকা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র ম্যানেজার ( গবেষণা ও বাস্তবায়ন ) এস এম আরাফাত জুবায়ের। কর্মশালা সঞ্চলনায় ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক মোঃ নূর আলম শেখ।
এছাড়া উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ডলফিন সংরক্ষণ দলের দলনেতা ইস্রাফিল বয়াতি, শুদ্ধপ্রাণ ক্লাবের সভাপতি দীপক চন্দ্র রায়, সব্যসাচী ক্লাবের সভাপতি প্রবীর কুমার রায় বাপী, নারীনেত্রী কমলা সরকার, গীতা হালদার, মিনু হালদার, উপজেলা কিশোর-কিশোরী ফোরামের সভাপতি মোঃ রিয়াজ হোসেন প্রমূখ।
আবদুল মান্নান বীর বিক্রমের কবর স্থানান্তরের অনুমোদন
স্মার্টফোন কিনতে ৪১,৫০১ শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দিচ্ছে ইউজিসি
এএসপিকে হাসপাতালে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা
এএসপি আনিসুল হত্যা : মাইন্ড এইড হাসপাতালের পরিচালক গ্রেপ্তার
নামজারি ও নিবন্ধন কার্যক্রম সমন্বয়ে হয়রানি কমবে : ভূমিসচিব