মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় কোভিড/১৯ এ ক্ষতি গ্রস্থ ২৫ জন পল্লী উদ্যোক্তার প্রধানমন্ত্রীর প্রণোদনা বিতরণ করেছে বিআরডিবি কার্যলয়। “এসেছে পল্লীর শুভ দিন-বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” শ্লোগানকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ লাখ টাকা প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২২ আগস্ট) সকালে বিআরডিবি কার্যলয়ে ইউসিসিএ লি. এর চেয়ারম্যান দীলিপ কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, ইউসিসিএ লি. এর ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক শংকর চাকমা প্রমূখ।
এ সময় ক্ষতিগ্রস্থ প্রতি উদ্যোক্তাকে ১ লাখ টাকা হারে ২৫ টি প্রকল্পের আওতায় ২৫ জনকে ২৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। সভায় ঋণ সংক্রান্ত নীতিমালার উপর গুরুত্বারোপ করে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, নির্ধারিত প্রকল্পে গৃহীত ঋণের টাকার সঠিক ব্যবহার ও কিস্তির টাকা পরিশোধ করতে হবে।
গ্রামীণ মানুষের কল্যাণে গৃহীত মানবিক এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, সরকার সব সময় জনসাধারণেন কাল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাই আমাদের সবাইকে দেশের কল্যাণে সরকারের পাশে থেকে কাজ করতে হবে।