বাজিতপুরে বিদেশী মদসহ আটক-৪
নুরুজ্জামান/বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নে নুন্নির হাওরের কচুয়া খোলার গ্রাম সংলগ্ন একটি চিতাশালে বাাজিতপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯১ বোতল বিদেশী মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে বাজিতপুর থানা পুলিশ। আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার দিঘীরপাড় ইউপির পাঠুলী গ্রামের খোকন মিয়া (৪১), মোসাদ্দেক হোসেন (৪৩), বিপুল চন্দ্র দাস (২৬) ও মোঃ রানা মিয়া (২৮)।
শনিবার সন্ধ্যা রাতে গোপন সূত্রে খবর পেয়ে এস আই মোঃ সোহেল রানা তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নৌকা যোগে অভিযান পরিচালনা করে আজ সকালে মাদকসহ তাদের আটক করে। আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ২৪(খ), র ৪১ ধরায় বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে কোর্টে সোপর্দ করলে আদালত এদের জেল হাজতে প্রেরন করেন।
উদ্ধার কৃত বিদেশী কাঁচের বোতল জাত মদের আনুমানিক মূল্য ২লাখ ৬২ হাজার টাকা হবে বলে এজাহার সূত্রে উল্লেখ করা হয়। এবং দেখা যায় বোতলের লেভেলে ইংরেজিতে বিভিন্ন নাম রয়েছে।
বাজিতপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং আন্তঃউপজেলার এই মাদক কারবারিদে সাথে আরো অনেকে জরিত আছে কী না তার তদন্ত অব্যাহত আছে।