বাজিতপুরে মুখোমুখি অবস্থানে আ.লীগ-বিএনপি
নুরুজ্জামান/বাজিতপুর প্রতিনিধিঃ
নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে চলছে বিএনপিসহ সমমাননা দলের ৫ দফার ২য় দিনের অবরোধ।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় অবরোধ কর্মসূচী পালন কালে স্লোগান দিতে দেখা যায়।
পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে সকাল ৯ টার দিকে পৌর বিএনপির কার্যালয় থেকে থানার মোড়ে মিছিল নিয়ে আসলে অপর দিক থেকে আওয়ামীলীগ এর মিছিল আসে। এসময় বিএনপির মিছিল ও আওয়ামীলীগের মিছিল মুখোমুখি অবস্থান নেয়।
এ সময় উভয় পক্ষ বাগবিতন্ডায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা কিছুক্ষণের জন্য ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা একত্রিত হয়ে সাবেক মেয়র এহসান কুফিয়ার বাড়িতে অবস্থান নেন। এসময় আওয়ামীলীগ এর নেতা-কর্মীদের হাতে লাঠি ও বৈঠা দেখো যায়।
এহসান কুফিয়া বলেন, বাজিতপুরে বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতাদের যথাযথ তদারকি ও নেতৃত্ব না থাকার কারণে উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন হয় না। আজকে দলীয় কোন্দল এর কারণে বাজিতপুরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত।