বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আইনশৃংখলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
সভায় বানিয়াচং উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়ায় পাড়ায় দেশীয় প্রাণঘাতী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকা, আসন্ন ঈদুল আযহায় ঘরফেরত বানিয়াচংয়ের বিভিন্ন পেশার মানুষজন যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকা, কোরবানির পশুর চামড়া উপযুক্ত মূল্য না ে লে নষ্ট না করে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা, কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট না করে মাটিতে পুতে ফেলা, ঈদের দিন কিংবা ঈদ পরবর্তীতে বিভিন্ন পরিবহনে কিশোরদের ডিজে গানবাজনা বন্ধ রাখা, স্কুল ড্রেস পরে স্কুল কলেজ চলাকালীন সময়ে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় শিক্ষার্থীদের অবাধ মেলামেশা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, হায়দারুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া চৌধুরী প্রমুখ।