বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন জনঅবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বানিয়াচং প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার বানিয়াচংয়ে তথ্য অধিকার আইন ২০০৯ এর জনঅবহিতকরণ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ জুন) সকাল ৯ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা ও দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক ( গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
কর্মশালার জানানো হয় তথ্য অধিকার আইনের বৈশ্বিক সূচকে বাংলাদেশ ২৭ নম্বরে রয়েছে। উপমহাদেশের মধ্যে আফগানিস্তান রয়েছে এক নম্বরে, চতুর্থ স্থানে শ্রীলঙ্কা এবং অষ্টম স্থানে রয়েছে ভারত। অবাধ তথ্য প্রবাহের যুগে তথ্য আটকানো যাবেনা। আইনে আছে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে পড়বে এ রকম বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে তথ্য আটকানো যাবেনা।