বানিয়াচংয়ে দুই সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে দুই সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা মূল্যবান পানি উত্তোলনের সাপ্লাই মোটর এবং নগদ অর্থ চুরি করে নিয়ে যায়।
গতকাল বুধবার (৩ আগষ্ট) দিবাগত গভীর রাতে বানিয়াচং প্রেসক্লাব সভাপতি এবং কালের কন্ঠ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়ার দত্তপাড়ায় অবস্থিত নিজ বাসা এবং জাতীয় সাংবাদিক সংস্থার বানিয়াচং শাখার সভাপতি ও আজকের হবিগঞ্জের প্রতিনিধি এনায়েত হোসেনের দেশমূখ্য পাড়ার বাসায় ওই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে,বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে উঠতি বয়সী বহিরাগত কিশোদের চলাফেরা বৃদ্ধি পেয়েছে। রাত ১টার পরও ওই সকল কিশোরেরা সড়কে ২/৩ মিলে ঘোরাঘুরি করে। ওই সকল কিশোরেরা এসব চুরির সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে ধারণা করছেন সচেতন মহল।
সাংবাদিক এনায়েত হোসেন জানান,ফজরের আযান শুনে ঘুম ভাঙ্গে আমার, এসময় আমার ঘরের দরজা-জানালা খোলা দেখতে পাই। মেঝেতে কাপড় চোপড় এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। ঘরের সুকেশ ড্রয়ার খোলা দেখে এগিয়ে গিয়ে দেখি ড্রয়ারে রক্ষিত সাড়ে সাত হাজার টাকা নেই। তাছাড়া উনার ভাই রাজু মিয়ার বাসায় ঢুকে চোরেরা তছনছ করে দেয়ার আলামত পাওয়া গেছে বলেও জানান তিনি।
সাংবাদিক মোশাহেদ মিয়া জানান, রাতের কোন একসময় আমার বাসায় পানি উত্তোলনের ওয়াটার পাম্পটি চুরি হয়ে গেছে। একই রাতে উপজেলার অপর সাংবাদিকের বাসায়ও চুরি হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়। আমাদের দুই সাংবাদিকের বাসায় চুরির ঘটনাটি বানিয়াচং থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে অবগত করেছি।