DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ৫ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Astha Desk
জুন ১৯, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে মালালা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বানিয়াচং প্রতিনিধিঃ

শিক্ষায় বঞ্চনা, বাল্যবিবাহ, শিশুশ্রম,প্রতিবন্ধিতা এবং এসআরএইচআর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

 

বানিয়াচং উপজেলা প্রশাসন, এসেড হবিগঞ্জ ও গণস্বাক্ষরতার আয়োজনে ও মালালা ফাউন্ডেশনের সহযোগিতায় মতবিনিময় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুল হক।

 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা  বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, হিসাব রক্ষন কর্মকর্তা লিটন দাস, সমবায় কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন প্রমূখ।

 

মতবিনিময় সভায় বক্তারা বাল্যবিয়ে বন্ধ করার জন্য বিশেষ জোর দাবি জানিয়ে বলেন, নারী শিক্ষার অগ্রগতি না হলে আমরা পিছিয়ে পড়বো। নারী শিক্ষার প্রধান অন্তরায় হলো বাল্যবিবাহ। এছাড়াও নানান রকম শিক্ষার বঞ্চনা, শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করার কৌশল বের করার জন্য জোর দেন।

 

শিশুশ্রম বন্ধ করা ও প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য ও বক্তারা জোর দাবি জানিয়েছেন।
নারী ও নারী শিক্ষার্থীদের সেক্সুয়ালি হয়রানি বন্ধে সামাজিক সচেতনতা ও আইন প্রয়োগের দাবি জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭