বানিয়াচংয়ে লিগাল এইডের আইনগত সহায়তা বিষয়ে সেমিনার
বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা লিগাল এইডের আইনগত সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচংয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
লিগাল এইড বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলার সিনিয়র সহকারী জজ সম্পা জাহান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
সেমিনারে বক্তাগন বলেন, প্রত্যেক জেলায় সরকারিভাবে অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করতে লিগাল এইডের অফিস রয়েছে। আইনি সহায়তা গ্রহণকারী ব্যাক্তিবর্গ নির্দিষ্ট নিয়মে লিগাল এইডের অফিসে এসে আবেদন করলে, বিনামূল্যে সরকারিভাবে আইনি সহায়তা প্রদান করা হয়। এর জন্য কোন আইনজীবীকে কোন ধরনের খরচ দিতে হবেনা।
লিগাল এইডের অফিসের বাইরে কোন আইনজীবীর সাথে এ ব্যাপারে কোন কন্ট্রাক্ট বা লেনদেন না করার জন্যও সেমিনারে বলা হয়। লিগাল এইডের নিযুক্ত নির্ধারিত ৪০ জন আইনজীবী রয়েছেন।