বাবার আঘাতে ছেলের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ফুলবাড়ি বারিন্দাপাড়া এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার জয়নুদ্দিনের ছেলে মসিউর রহমান (৪০)।
এ ঘটনায় তার বাবা মৃত সমির উদ্দিনের ছেলে জয়নুদ্দিনকে (৬০) আটক করা হয়েছে। সে বর্তমানে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মসিউর রহমান তার বাবা জায়নুদ্দিনের কাছে জমি ক্রয়ের ৪৩ হাজার টাকা পাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বাবা ছেলের মাথার ডান পাশে ইটের আঘাত করলে ঘটনাস্থলে তার ছেলের মৃত্যু হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।