DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বালাসীঘাটে ১৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

DoinikAstha
আগস্ট ২৩, ২০২১ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

বালাসীঘাটে ১৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

 

শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি চলাচলের জন্য টার্মিনাল নির্মাণ শেষে সেই পথকে ফেরি চলাচলের অযোগ্য ঘোষণা করে বগুড়ার সারিয়াকান্দি থেকে ফেরি চলাচল শুরু করায় এবং সরকারের ১৪৫ কোটি টাকা অপচয় দুর্নীতির প্রতিবাদে পুনরায় বালাসী থেকে ফেরি চলাচলের দাবীতে ২৩ আগষ্ট সোমবার সকাল ১১ টায় গাইবান্ধার ডিবি রোডে নাট্য সংস্থার সামনে প্রবীণ রাজনীতিক ওয়াজিউর রহমান রাফেল এর সভাপতিত্বে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

নাগরিক মঞ্চের সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ,জাসদের জেলা সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি গনফোরামের সভাপতি মইনুল ইসলাম রাজা,কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়াকার্স পার্টির সভাপতি প্রনব চৌধুরী, সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক মনজুরুল আলম মিঠু,বাসদ ( মার্কস বাদী) নেতা আবু রাহেল শফিউল্লাহ,ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, সাবেক পৌর প্যানেল মেয়র জি এম চৌধুরী মিঠু, ব্রম্মপুত্র নদে সেতু বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক এডভোকেট আশরাফ আলী ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু।

গাইবান্ধার মানুষের প্রাণের দাবির এই সমাবেশে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণ অংশ নিলে ডিবি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে নাগরিক মঞ্চ গাইবান্ধার ডাকে আগামী ৩০ আগষ্ট সকাল ১১ টায় বালাসী ঘাটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে ।

 

আরো পড়ুন :  বিএনপি করে লাইফটা শেষ করলাম’ বলেই লাইভে বিষপান ভিডিওসহ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪