DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫
ঢাকাশুক্রবার ৯ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বালাসী ঘাটে ফেরি চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের প্রতিবাদ

DoinikAstha
আগস্ট ২০, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

বালাসী ঘাটে ফেরি চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের প্রতিবাদ

শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :

 

নাগরিক মঞ্চ গাইবান্ধা বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সন্ধ্যা ৭টায় জেলা সিপিবি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে । মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে এবং নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বালাসী ঘাটে প্রায় দেড়শ কোটি টাকা ব্যয়ে ফেরি টার্মিনাল ও অবকাঠামো নির্মাণের পর বিআইডব্লিউটিএ কর্তৃক ফেরি চলাচলের উপযুক্ত নয় বলে প্রতিবেদনের তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা বলেন, কোন প্রকার সম্ভাব্যতা সমীক্ষা ছাড়া এত গুলো টাকা খরচ করা হলো কেন? তাহলে কি লুটপাটের উদ্দেশ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে? এটা গাইবান্ধাবাসীর সাথে বড় রকমের প্রতারণা বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, এর দায় নৌপরিবহণ মন্ত্রণালয় এবং স্থানীয় জনপ্রতিনিধি এড়াতে পারেন না।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরু্জ্জামান, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, সিপিবি’র এ্যাড. মুরাদ জামান রব্বানী, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর তনু, বাকবিশিস জেলা সাধারণ সম্পাদক তপন কুমার বর্মণ, নারী নেত্রী নিলুফার ইয়াছমিন শিল্পী, মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্ত্তী, যুব নেতা রানু সরকার প্রমুখ।

সভায় আগামী ২৩ আগষ্ট সোমবার গাইবান্ধা শহরে এবং ৩০ আগষ্ট সোমবার বালাসী ঘাটে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১