কিশোরগঞ্জের নিকলী উপজেলা
বালু উত্তোলন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

- আপডেট সময় : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ১১৪৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের নতুন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানান নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন। এ ঘটনায় আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঘোড়াউত্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন। এ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের বিরোধ চলছিল।
এর জেরে দুপুরে গিয়াস উদ্দিন ও আজহারুল ইসলাম সোহেলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নিকলি থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি এবং কেউ কোনো অভিযোগ করেনি। পুলিশ ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনার ব্যাপারে জানতে বিএনপি নেতা গিয়াস উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেলের মোবাইলে কল করলেও তারা ফোন ধরেননি।