বাসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ ৭ ডাকাত আটক
- আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পদ্মার মোড় একালাকায় একটি চলন্ত যাত্রীবাহি বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ সদস্যরা।শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৮।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বিভিন্ন সময়ে যাত্রীবাহি বাসে ডাকাতির ঘটনা ঘটছে। শুক্রবার গভীর রাতে মহাসড়কে একে ট্রাভেলসে ডাকাতির প্রস্তুতের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি স্কুল ব্যাগ, দুটি চাপাতি, চারটি চাকু, ছয়টি মোবাইল ও ১২টি সীমকার্ড জব্দ করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পেশাদার ডাকাত এবং ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ডাকাতি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকাতির সময় ৭-৮ জন থাকে এবং এদের মধ্যে থাকে একজন প্রশিক্ষিত গাড়ি চালক। ডাকাতির সময় পরিবহনের ড্রাইভারকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নেয় । তারপর অস্ত্রের মুখে যাত্রীদের ভয়ভিতি দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।

















