DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৪ই মার্চ ২০২৫
ঢাকাশুক্রবার ১৪ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার

Astha Desk
মার্চ ১৪, ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার

স্টাফ রিপোর্টারঃ

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে অবস্থিত
শিবিরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন।

আজ শুক্রবার (১৪ মার্চ/২৫) ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও সেনাবাহীনির প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি. ওএসপি. এসজিপি. পিএসসি একসঙ্গে জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং এফডিএমএন স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সেনাবাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য কর্তৃক অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষাধিক অতিথির জন্য আসন ব্যবস্থা প্রস্তুত এবং ইফতারের আয়োজন করা হয়।

জাতিসংঘ মহাসচিবের এই ঐতিহাসিক সফর এফডিএমএন জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও তাদের ভবিষ্যৎ পুনর্বাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২