বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার
স্টাফ রিপোর্টারঃ
জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে অবস্থিত
শিবিরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন।
আজ শুক্রবার (১৪ মার্চ/২৫) ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
আয়োজনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও সেনাবাহীনির প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি. ওএসপি. এসজিপি. পিএসসি একসঙ্গে জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি ও আন্তর্জাতিক এনজিও এবং এফডিএমএন স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সেনাবাহিনীর প্রায় সহস্রাধিক সদস্য কর্তৃক অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। এছাড়াও, সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আসন ব্যবস্থা থেকে শুরু করে লক্ষাধিক অতিথির জন্য আসন ব্যবস্থা প্রস্তুত এবং ইফতারের আয়োজন করা হয়।
জাতিসংঘ মহাসচিবের এই ঐতিহাসিক সফর এফডিএমএন জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন ও তাদের ভবিষ্যৎ পুনর্বাসন প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। (প্রেস বিজ্ঞপ্তি)।