বিএনপির নেতা-কর্মীরা নিষ্ক্রিয়
- আপডেট সময় : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১১২৯ বার পড়া হয়েছে
বিএনপির নেতা-কর্মীরা নিষ্ক্রিয় খালেদা জিয়ার রাজনৈতিক নিষ্ক্রিয়তার কারণে বিএনপির নেতা-কর্মীরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। সংকট সমাধানেও দলটির দায়িত্বশীল নেতাদের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হলেও ভীতু প্রকৃতির নেতা। যারা ভয় পায় তাদের দিয়ে রাজনীতির কঠিন পথ পাড়ি দেয়া সম্ভব নয়। এছাড়া মওদুদ, গয়েশ্বর, মির্জা আব্বাস বেইমান নেতা হিসেবে পরিচিত। আর তাদের নেতা হলেন তারেক রহমান। এদের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। অর্ধশিক্ষিত, পলাতক নেতা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব নয় বলেও মনে করেন তারা।
বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক গণমাধ্যমে বলেন, তারেক রহমানের অদক্ষ নেতৃত্বের কারণে মেরুদণ্ড শক্ত হচ্ছে না বিএনপির।
তিনি বলেন, তারেক কখনোই খালেদা জিয়ার মতো বিএনপিকে দক্ষ হাতে পরিচালনা করতে পারবে না। তারেককে অযোগ্যই বলবো আমি। তারেকের উচিত আপাতত দলের দায়িত্ব জোবায়দা বা জাইমার হাতে তুলে দেয়া।
বিএনপির রাজনৈতিক দুর্দশা, তারেক রহমানের অদক্ষতা, ভুলের রাজনীতি, বিএনপি নেতাদের বেইমানির বিষয়ে আক্ষেপ করেন জাফরুল্লাহ চৌধুরী।
সরকার লাইফ সাপোর্টে আছে: গয়েশ্বর
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, বিএনপিকে পৈত্রিক সম্পত্তি মনে করে তারেক। দলের ভেতর কোনো গণতন্ত্র নেই, ছাত্রদল-যুবদল, স্বেচ্ছাসেবক দলে কোনো শৃঙ্খলা নেই। সব হারিয়ে দেউলিয়া লোকজন এখন বিএনপি করে বলে জানান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল সজ্জন ব্যক্তি হলেও ভীতু প্রকৃতির নেতা। যারা ভয় পায় তাদের দিয়ে রাজনীতির কঠিন পথ পাড়ি দেয়া সম্ভব নয়। এছাড়া মওদুদ, গয়েশ্বর, মির্জা আব্বাস বেইমান নেতা হিসেবে পরিচিত। আর তাদের নেতা হলেন তারেক রহমান। এদের কারণেই ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। অর্ধশিক্ষিত, পলাতক নেতা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা সম্ভব নয় বলেও মনে করেন তারা।বিএনপির নেতা-কর্মীরা নিষ্ক্রিয়।
বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক গণমাধ্যমে বলেন, তারেক রহমানের অদক্ষ নেতৃত্বের কারণে মেরুদণ্ড শক্ত হচ্ছে না বিএনপির।
তিনি বলেন, তারেক কখনোই খালেদা জিয়ার মতো বিএনপিকে দক্ষ হাতে পরিচালনা করতে পারবে না। তারেককে অযোগ্যই বলবো আমি। তারেকের উচিত আপাতত দলের দায়িত্ব জোবায়দা বা জাইমার হাতে তুলে দেয়া।
বিএনপির রাজনৈতিক দুর্দশা, তারেক রহমানের অদক্ষতা, ভুলের রাজনীতি, বিএনপি নেতাদের বেইমানির বিষয়ে আক্ষেপ করেন জাফরুল্লাহ চৌধুরী।












