ঢাকা-১৮ আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সৃষ্ট বিভিন্ন সমস্যা, নির্বাচনী প্রচারণায় বাধাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে বিএনপির একটি প্রতিনিধি দল আগামীকাল ইসি সচিবালয়ে যাবে।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
দিদার বলেন, বুধবার বিকেল সাড়ে ৪টায় ইসি সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে যোগ দেবেন বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেযারম্যান ও ঢাকা-১৮ আসনে বিএনপি দলীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান।
জেলহত্যা দিবসের আ’লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
‘নব্য পাকিস্তান’ করাই ছিল জেল হত্যার মূল লক্ষ্য: আমু
প্রতিনিধি দলের অন্যরা হলেন- চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম এবং ঢাকা-১৮ আসনের দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।