DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ৪ঠা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিএম কলেজে হামলা-ভাঙচুর মামলায় ৪ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

News Editor
অক্টোবর ৯, ২০২০ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান ও পনি। তারা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৯টার দিকে ব্রজমোহন কলেজের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই কলেজের আশপাশ এলাকার বাসিন্দা।

হামলার ২১ দিন পর প্রথম এই ৪ জনকে গ্রেফতারে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫-৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে। এ ঘটনায় বাচ্চু অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।