বিএসএফ’র প্রতিষ্ঠা বার্ষিকীতে পানছড়ি বিজিবির মিষ্টি উপহার প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
ভারতীয় সীমান্ত রক্ষা বাহীনি (বিএসএফ)’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর বিএসএফ’কে শুভেচ্ছা স্বরুপ মিষ্টি প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১ ডিসেম্বর/২৪) এ মিষ্টি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি নং ১৩/২০২৪ মূলে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানাযায়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ হতে অধীনস্থ কচুছড়িমুখ বিওপি হতে টহল কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার রহমান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১২২ ব্যাটালিয়ন বিএসএফ এর সিকেবাড়ী ক্যাম্পের টহল কমান্ডার এস আই সুধির শিং এর নিকট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
এ প্রসংগে ৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি বলেন, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সীমান্তে সম্প্রীতি বজার রাখার লক্ষ্যে বিএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিজিবি-বিএসএফ, একে-অপরকে মিষ্টি প্রদান করা হয়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়।