ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের রঙিন স্প্রে, ক্ষুদ্ধ নেতাকর্মীরা

News Editor
  • আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

ভারতের ক্ষমতাসীন বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন পানি স্প্রে করেছে দেশটির পুলিশ। সাঁতরাগাছির এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীরা। এর আগে ওই রঙ কাশ্মীরিদের বিক্ষোভ দমনে ব্যবহার করেছিল ভারতীয় পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশের জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন তরল স্প্রে করার অভিযোগে শুক্রবার মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে এপিডিআর।

তাদের দাবি, হাওড়া জেলা পুলিশের এই কাজ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কারণ এতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। একই অভিযোগ বিজেপি তুলেছিল বৃহস্পতিবারই। তাদের এক নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে এর ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ওই দিনই হাসপাতাল তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হননি: কিম জং উন

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জলকামান থেকে হোলির রং ছোড়া হয়েছে। রাসায়নিক নয়। সরকারের মতে, এই ধরনের রং ব্যবহারের নজির আছে।

এ ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ, প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘কেউ কেউ বলছেন, ছ’মাস পরেও এই রঙের রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে। এ একবার কাশ্মীরে ব্যবহার হয়েছিল। কী এমন হল যে বিজেপি কর্মীদের সন্ত্রাসবাদী মনে হল?’’

বিজেপিও এ নিয়ে মামলার কথা ভাবছে। তৃণমূল এ নিয়ে কিছু বলতে চায়নি। ক্ষমতাসীন বিজেপির এক নেতা বলেন, ‘‘এটা পুলিশ-প্রশাসনের বিষয়।’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মোদী সরকার অন্যত্র এ কাজ করে। এ রাজ্যে তা হবে কেন? তিন বছর আগে বামেদের নবান্ন অভিযানেও এইরকম রং ব্যবহার করা হয়েছিল। তখনও তৃণমূল নীরব ছিল।’

ট্যাগস :

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের রঙিন স্প্রে, ক্ষুদ্ধ নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০

ভারতের ক্ষমতাসীন বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন পানি স্প্রে করেছে দেশটির পুলিশ। সাঁতরাগাছির এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীরা। এর আগে ওই রঙ কাশ্মীরিদের বিক্ষোভ দমনে ব্যবহার করেছিল ভারতীয় পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশের জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন তরল স্প্রে করার অভিযোগে শুক্রবার মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে এপিডিআর।

তাদের দাবি, হাওড়া জেলা পুলিশের এই কাজ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কারণ এতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। একই অভিযোগ বিজেপি তুলেছিল বৃহস্পতিবারই। তাদের এক নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে এর ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ওই দিনই হাসপাতাল তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

উত্তর কোরিয়ায় একজনও করোনায় আক্রান্ত হননি: কিম জং উন

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জলকামান থেকে হোলির রং ছোড়া হয়েছে। রাসায়নিক নয়। সরকারের মতে, এই ধরনের রং ব্যবহারের নজির আছে।

এ ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ, প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘কেউ কেউ বলছেন, ছ’মাস পরেও এই রঙের রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে। এ একবার কাশ্মীরে ব্যবহার হয়েছিল। কী এমন হল যে বিজেপি কর্মীদের সন্ত্রাসবাদী মনে হল?’’

বিজেপিও এ নিয়ে মামলার কথা ভাবছে। তৃণমূল এ নিয়ে কিছু বলতে চায়নি। ক্ষমতাসীন বিজেপির এক নেতা বলেন, ‘‘এটা পুলিশ-প্রশাসনের বিষয়।’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মোদী সরকার অন্যত্র এ কাজ করে। এ রাজ্যে তা হবে কেন? তিন বছর আগে বামেদের নবান্ন অভিযানেও এইরকম রং ব্যবহার করা হয়েছিল। তখনও তৃণমূল নীরব ছিল।’