বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে দশমিনায় মানববন্ধন
এম বাহাউদ্দদিন নোমান/দশমিনা প্রতিনিধিঃ
বিতর্কিত শিক্ষা সিলেবাস বাতিলের দাবিতে পটুয়াখালী জেলার দশমিনায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬শে জানুয়ারী) সকাল ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা কমিটি।
উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহাউদ্দীন নোমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক এর সঞ্চালিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ রুহুল আমীন রুহানি।
এসময় তিনি বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম এরপর আমরা বাঙালী, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা জানি আমাদের সৃষ্টি কর্তা মহান আল্লাহ। বর্তমানে শিক্ষা সিলেবাসে কুরআন সুন্নাহ বিরোধী, অযৌক্তিক ডারউইনের বিবর্তনতত্ত্ব যুক্ত করার মাধ্যমে আমাদের ঈমানের উপর আঘাত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইসলাম ও মুসলমানদের ইতিহাস বিকৃত করা হয়েছে। একটি মুসলিম অধ্যুষিত দেশে হিন্দুত্ববাদী সিলেবাস মেনে নেয়া যায় না। যাঁরা এই সিলেবাস রচনা করেছে তাঁদের তদন্ত সাপেক্ষ বিচারের দাবী জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা থানা শাখার সাবেক সভাপতি মোঃ ইমাম হোসাইন ও সহ-সভাপতি বনিউল আমিন। সাংগঠনিক মোঃ ফয়সাল আহমেদ, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, বহরমপুর ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।