শিরোনাম:
বিভিন্ন অনিয়মের দায়ে প্রধান শিক্ষককে বরখাস্ত করলেন ম্যানেজিং কমিটি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১০৪৫ বার পড়া হয়েছে
এ মোঃ ফরিদ হোসাইন মাসুম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে বরখাস্ত করলেন অত্র বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি।
এসময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়ার আজম মুন্না,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হক,ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক,ম্যানেজিং কমিটির সদস্য দুলাল হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য মকবুল হোসেন।
মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গীতারানী। গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুকুল হোসেন,গাজির হাট উচ্চ বিদ্যালয় শিক্ষক মুকুল ও শিক্ষার্থীসহ অভিভাবকগণ।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি শাহরিয়ার আজম মুন্না বলেন,প্রধান শিক্ষক রমজান আলী গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের দায়ে স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটি,ও অভিভাবকগণের পরামর্শে রমজান আলীকে প্রধান শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং গাজিরহাট মোজাহার আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে উক্ত বিদ্যালয়ে সহকারী শিক্ষক মুকুলকে দায়িত্ব দেয়া হয় বলে জানা গেছে কমিটির পক্ষ থেকে।
এ বিষয়ে রমজান আলীর সাথে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।