মোফাজ্জল হোসেন ইলিয়াস, খাগড়াছড়ি প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর প্রেরিত রাসুল হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন কর্তিক রাষ্ট্রীয়ভাবে অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২ঘটিকার সময় উপজেলার বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পানছড়ি বাজার একত্রিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। এই মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের স্কোয়ারে পানছড়ির কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা দলিল রহমানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, মাওলানা আব্দুল, খালেক দমদম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন, কলাবাগান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ তাজুল ইসলাম, মধ্য নগর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন, উপজেলা মসজিদের পেশ ইমাম সাব্বির মাহমুদ প্রমূখ। এছাড়াও ৫নং উল্টাছড়ি বিভিন্ন মসজিদ থেকে মুসলিম নগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল সাত্তার এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থানরত বিশাল মিছিলটি সাথে সংযুক্ত হয়।
এসময় বক্তাগণ ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করায় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট করার দাবি জানান।