কানায় কানায় পূর্ণ ইজতেমার মাঠ শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ২য় পর্ব
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/টঙ্গী থেকেঃ
টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ২য় পর্ব আগামী কাল শুক্রবার (২০জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে রবিবার (২২জানুয়ারি) পর্যন্ত। আর এই দিন রবিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে/২৩ সালের বিশ্ব ইজতেমা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তুরাগ নদীর পাড়ের মূল মাঠ পরিপূর্ণ হয়ে আশপাশের এলাকা গুলোতেও ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিশ্ব ইজতেমায় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
মাওলানা সাদ অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মোঃ আব্দুস সালাম বলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৪ হাজার বিদেশি মেহমান বাংলাদেশের বিভিন্ন মসজিদে তাবলীগে যুক্ত রয়েছেন। তারা আগামীকাল বুধবার সন্ধ্যার মধ্যেই বিশ্ব ইজতেমা ময়দানে এসে উপস্থিত হবেন।
এ ছাড়া সারা দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দেওয়ার জন্য আখেরী মোনাজাতের দিনেও আসবে বলে উল্লেখ করেছে মাওলানা সাদ এর অনুসারী শীর্ষ মুরুব্বি ড. মোঃ আব্দুস সালাম।