দীর্ঘ ৬ মাস পর বিসিবি প্রেসিডেন্টস কাপ ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছে টাইগাররা। জয় দিয়ে এ টুর্নামেন্ট শুরু করলো নাজমুল একাদশ। উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশকে ৬ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে মাহমুদউল্লাহর অর্ধশতকে ১৯৬ রান তুলে মাহমুদউল্লাহ একাদশ। জবাবে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের অর্ধশতকে ৪১.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান করে জয় তুলে নেয় নাজমুল একাদশ।
১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭৯ রানে ৫ উকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় নাজমুল একাদশ।
ষষ্ঠ উইকেটে জুটিতে দলকে জয়ে পথ দেখান তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। বেশ দক্ষতার সঙ্গে অর্ধশতক তুলে নিয়ে দলের জয়কে সহজ করে দেন তারা। দলের জয় থেকে ১৩ রান দূরে থাকার সময় ৫২ রানে আউট হন হৃদয়।
এরপর ইরাফান ও নাঈম হাসান দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ৪১.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ করে নাজমুলের দল। ইরফান ৫৬ রানে অপরাজিত থাকেন।
মাহমুদউল্লাহ একাদশের এবাদত হোসেন ৩টি এবং মাহমুদউল্লাহ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে মাহমুদউল্লাহ একাদশ। ভালো সূচনার আভাস দেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে ৩ ওভারে ১৭ রান তুলতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
বৃষ্টির থামার পর আবার খেলা শুরু হলে ব্যক্তিগত ৭ রানে রান আউট হন নাঈম শেখ। এরপর দলীয় ২১ রানে লিটনের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। শূন্য রানে আল-আমিন হোসেনের বলে আউট হন মুমিনুল হক। যখন দলের রান ২১। তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মাহমুদউল্লাহ একাদশ।
চতুর্থ উইকেট জুটিতে শুরুর চাপ সামাল দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। পঞ্চাশ রানের জুটি গড়েন তারা। ইমরুল ৪১ রান করে নাঈম হাসানের বলে প্যাভিলিয়নে ফেরত গেলে ভাঙে ৭৩ রানের জুটি।
মুম্বাইকে ১৬৩ রানের টার্গেট দিল দিল্লি
দলীয় ১২৬ রানে নুরুল হাসান সোহান ১৪ রান করে রান আউটের শিকার হন। তবে একপাশ আগলে রেখে খেলতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তুলে নেন সিরিজের প্রথম ফিফটি। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে আউট হওয়ার আগে ৮২ বলে ৫১ রান করেছেন তিনি। পরে ২২ রান করা সাব্বির রহমানও মুগ্ধর শিকারে পরিণত হন।
এরপর আর কোনো ব্যাটসম্যান বড় রানের দেখা না পেলে ৪৭.২ ওভারে ১৯৬ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ একাদশ।
নাজমুল একাদশের তাসকিন আহমেদ, আল-আমিন ও মুগ্ধ ২টি এবং নাঈম হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।