DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশনিবার ২১শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হলেন প্রেমিকা

News Editor
অক্টোবর ২৫, ২০২০ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন ফরিদা নামে এক তরুণী। ঘটনার পর প্রেমিকের বাড়ির লোকজন পালিয়ে গেছে। শনিবার ওই উপজেলার হাবিবুল্লাহ নগর ইউপির হামলাকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে হামলাকোলা গ্রামের সওদাগরের ছেলে মজিদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন পার্শ্ববর্তী নগরডালা গ্রামের ফরিদা। ওই সময় মজিদের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু ফরিদা যেতে না চাওয়ায় বেধড়ক মারধর করে তারা। পরে তাকে গুরুতর অবস্থায় ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকেই প্রেমিক মজিদ ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।

সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না: ফখরুল

নিহত ফরিদার ভাবি জানান, মজিদের সঙ্গে ফরিদার দীর্ঘদিন প্রেম ছিল। এর জেরেই শনিবার দুপুরে ফরিদা বাড়ির কাউকে না জানিয়ে বিয়ের দাবিতে মজিদের বাড়িতে অবস্থান নেয়। ওই সময় মজিদের পরিবার তাকে মারধর করে বাড়ির বাইরে ফেলে রাখে। সন্ধ্যায় এলাকার লোকজন ভ্যানে করে হাসপাতালে নেয়ার সময় মারা যায় সে।

শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান বলেন, আমরা রাতেই লাশ উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মজিদ ও তার পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬