বৃষ্টিপাতের প্রবণতা তিন দিন পর কমে আসতে পারে: আবহাওয়া অফিস
- আপডেট সময় : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১০৯১ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় বেশকিছু অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ২১২ মিলিমিটার। এরপরে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩৬ মিলিমিটার।
সোমবার (০২ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী তিন দিন পর কমে আসতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, বৃষ্টিপাত আজকে (২ নভেম্বর) অনেকটা কমে এসেছে। আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) আরও কমে যেতে পারে। পরশু দিন আরও কমে যেতে পারে।’
২০২১ সালে ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার
সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের নদীবন্দরের ওপর দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে এ ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়াও রংপুর ও রাজশাহী বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।