বেগমগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২
- আপডেট সময় : ১১:১৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / ১০৫৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ৪নং আসামি সাজু ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন রশীদ চৌধুরী জানান, বেগমগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামি সাজু ও স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগকে গ্রেপ্তার করে ভোরে থানায় নিয়ে এসেছে।
মেম্বার মামলায় আসামি না হলেও তিনি ঘটনা জেনেও তা গোপন রেখে ধামাচাপা দেয়ার চেষ্টা ও দোলোয়ার বাহিনীকে আশ্রয়প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে নারায়নগঞ্জের এলিট ফোর্স সোমবার রাতে কিশোর গ্যাং দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নিয়ে অভিযান চালিয়ে দেলোয়ারের মাছের খামার থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করছে।
তাঁদের একজন মামলার এজাহারের ৫ নম্বর আসামি মো. সাজু । আরেকজন নির্যাতনের শিকার নারীর ২২ ধারার জবানবন্দিতে অভিযুক্ত একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ ।
এ ঘটনায় ঢাকা ও নোয়াখালীতে এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজনসহ মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


















