DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৬

Astha Desk
অক্টোবর ১, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত-৬

 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬জন আহত হয়েছে। আজ রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল পোর্ট থানা বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। আহতদেরকে শার্শা উপজেলা হাসপাতালে এবং যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, এমপি গ্রুপের ছলেমান (৩৫) পিতা আলতাফ হোসেন, আরব আলী (৩৬) পিতা আফিল উদ্দিন ও গোলাম হোসেন (৫০) পিতা আজু মিয়া।

মেয়র গ্রুপের কোরমান বিশ্বাস (৩৮) পিতা আকবর বিশ্বাস, লিটন (২৯) পিতা শাহাজান, আব্দুল গনি ও পিতা আব্দুল কাদের। আহত সবাই বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় রিপনের শ্বশুর আলিম উদ্দিন বালুন্ডা বাজারে রিপনের চায়ের দোকানে এসে রিপন ও তার বাবা ইমান আলীকে গালিগালাজ করেন। পরে আলিম উদ্দিন বালুন্ডা বাজারে অবস্থান করাকালীন সময়ে মেয়র গ্রুপের লোকজন চলে আসেন। এরপর রিপনের পিতা ইমান আলীর সাথে আলিম উদ্দিনের কথাকাটাকাটি হয়।

এসময় রিপনের চাচা এমপি গ্রুপের আরব আলী’র সাথে মেয়র গ্রুপের কোরবান আলী’র দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে। এ কারণে কোরবান আলী, পিতা আকবর বিশ্বাস পূর্বের দ্বন্দ্ব থেকে এটিকে সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও এমপি গ্রুপের দ্বন্দ্ব হিসেবে ভেবে তার লোকজনকে ডাকতে থাকে।

পরবর্তীতে লিটন ও কোরবান বিশ্বাস মিলিত হয়ে এমপি গ্রুপের ছলেমানকে লাইট দিয়ে আঘাত করে। এরপর ছলেমান লিটনকে পাল্টা আঘাত করলে আশেপাশের লোকজন চলে আসে এবং দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে দুই গ্রুপের ৬ আহত হয়।

বেনাপোল পোর্ট ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে ৬/৭জন আহত হয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০