বোরহানউদ্দিনে দুই দিনের শিবরাত্রি ব্রতের সমাপ্ত হলো আজ
- আপডেট সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১১৩৬ বার পড়া হয়েছে
লিখন দে সুদীপ্ত :জেলা প্রতিনিধি:
গত বৃহস্পতিবার ১০ ইং তারিখে বোরহানউদ্দিন থানার,, ১০নং কুতুবা ইউনিয়নের,, দক্ষিণ কুতুবা , ৮ নং ওয়ার্ডের নতুন শিব মন্দির স্থাপন করা হয়েছিল প্রথম বছরেই শিবচতুর্দশী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।। উক্ত মন্দিরটি ” প্রভুপাদ শ্রীশ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজির” নামে শিব মন্দির স্থাপনের জন্য উক্ত গ্রামের “কালী মোহন হাং” নামের একজন ব্যক্তি দীর্ঘ 25 বছর আগে মন্দিরের নামে দলিল করে দেন।। দুর্ভাগ্য বসত তিনি কিছুকাল পরেই মৃত্যুবরন করেন।।
দীর্ঘ 25 বছর পর এই বছর উক্ত গ্রামের সকল জনগণের আগ্রহে, উদ্দীপনায় মন্দির কে স্থাপন করা হয় ।। গ্রামবাসীদের থেকে জানা যায় উক্ত মন্দিরে গত বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শুক্রবার তিনটা পর্যন্ত শিব চতুর্দশী তিথি উপলক্ষে শিবলিঙ্গে জল ঢালা হয়।।
উক্ত অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে অনেক ভক্ত সমাগম হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভা 6 নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু হালদার ,, এছাড়া উপস্থিত ছিলেন 10 নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নাজমুল আহসান জোবায়ের মিয়া,, উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের মেম্বার জনাব ফজলু ফরাজী এবং বোরহানউদ্দিন উপজেলার পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি “শ্রী অনিল দাস”।।
উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনসাধারণের উদ্দেশে বলেন– “প্রতিবছর আমরা এই গ্রামে এই মন্দিরে বর্ণাঢ্য আয়োজনের চেষ্টা করবো, তাই আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।। ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি ভেদাভেদ ভুলে আমরা একযোগে কাজ করে যাবো”।।
















