বোরহানউদ্দিন সদর মার্কেটে নেই তেমন সচেতনতা ও প্রসাশনের জোরদার !!
- আপডেট সময় : ০৩:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
লিখন দে সুদীপ্ত , জেলা প্রতিনিধি, ভোলা:
“ভোলা জেলার বোরহানউদ্দিন থানা সদর মার্কেটে নেই তেমন কোন স্বাস্থ্য সচেতনতা “– জানিয়েছেন সাধারণ মানুষ।।
বর্তমান করোনা কালীন সময়ে করোনার প্রকোপ বাড়লেও মানুষের মধ্যে নেই কোন ধরনের স্বাস্থ্য সচেতনতা,,
নেই বাজারে মানুষের মধ্যে কোন সামাজিক দূরত্ব !!
দূরত্ব !!
সাধারন জনগন মাস্ক পরিধান করেন না।।
শতকরা ১০ থেকে ১৫ জন মানুষ সাধারণত মাক্স পরিধান করে বাজারে আসেন ঈদের শপিং করেন।।
এছাড়া অধিকাংশ দোকানদারদেরও মাস্ক ব্যবহার করতে দেখা যায় না , শুধুমাত্র কিছু সচেতন ব্যবসায়ী ছাড়া!!
এদিকে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যসচেতনতার বিষয়ে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে তারা বলেন ” অধিকাংশ জনগণ মাক্স পরিধান করে বাজারে আসেন না ।।
অন্যদিকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই”
— বলে জানিয়েছেন সচেতন কিছু নাগরিক ও ব্যবসায়ীরা।।
অন্যদিকে যান চলাচলে বাজারে অনিয়ন্ত্রিত হারে যাত্রী নিচ্ছেন রিকশাচালকরা ।। এভাবে চলতে থাকলে বোরহানউদ্দিনে করোনা মহামারী ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনেকেই মন্তব্য করেন।।
তাই প্রশাসনকে সচেতনতার বিষয়ে এগিয়ে আসতে অনেকেই আশাবাদ ব্যক্ত করেন।।
[irp]
এদিকে দোকানদাররা জানান এখন আর আগের মতো হচ্ছে না ঈদের বেচাকেনা।।
হচ্ছে না ব্যবসায়ীদের মনের মত বেচাকেনা ।। মন্দা যাচ্ছে বানিজ্যালয়ে ।। তাই অধিকাংশ ব্যবসায়ীরা এই অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ।।
এদিকে সামাজিক দূরত্ব স্বাস্থ্যসচেতনতার বিষয়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন জনগণ মাক্স পরিধান করে বাজারে আসেন না তারা এদের অনেকেই সাধারণত অন্য প্রকৃতির হয় অন্যদিকে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন যান চলাচলে বাজারে অনিয়ন্ত্রিত হারে যাত্রী নিচ্ছেন রিকশাচালকরা এভাবে চলতে থাকলে বোরহানউদ্দিনে করোনা মহামারী আকার ধারণ করতে পারে বলে অনেকেই মন্তব্য করেন।
















