ব্যাড মিন্টন খেলতে গিয়ে কিশোরের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলার লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতুল(১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থা পাড়া এলাকার মাসুম মিয়ার ছেলে।
জানা গেছে, রাতুল তার বন্ধুদের সাথে ১৫ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পার্শ্বে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ফাঁকা মাঠে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুতের লাইট লাগাতে যায়।
এ সময় অসাবধানতাবশত রাতুল বিদ্যুৎএর তারের সাথে আটকে যায়।
পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থনে পৌছে রাতুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
গোবিন্দগঞ্জ ফায়ায় সার্ভিস স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন ঃগাইবান্ধায় ঈমাম ওলামা পরিষদের প্রতিবাদ
এ বিষয়ে গোবিন্দগঞ্জ সচেতন মহল মনে করেন যেহেতু গোবিন্দগঞ্জের কিশোর-যুবকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যাড মিন্টন খেলাটি খেলেন এবং উপভোগ করেন সেহেতু তাদেরকে বারণ করে খেলাটি থেকে দূরে রাখা সম্ভব নয়।
সুতরাং সকল অভিভাবকদের সচেতন হতে হবে যাতে তারা এ খেলার মাঠ প্রস্তুত করতে বিদ্যুৎএর লাইট বহণ ও সংযোগ দিতে গিয়ে রাতুলের মতো বিপদগ্রস্ত না হয়।
এজন্য অভিভাবকদেরকেই দায়িত্ব নিয়ে লাইট ও সরঞ্জাম প্রস্তুতে সহায়তা করতে হবে অন্যথায় কোমলমতি কিশোররা এসকল বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আক্রান্ত হতে পারেন।