ব্যারিস্টার তুরিন আফরোজ আটক
স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ সোমবার (৭এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে আটক করা হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ হাফিজুর রহমান।
ওসি বলেন, উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক করতে রাত ১০ থেকে অভিযান শুরু করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।